May 1, 2024, 9:20 pm
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

মাটিরাঙ্গা মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন

১৯ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
খাগড়াছড়ি প্রতিনিধি :

সেনাবাহিনী পাহাড়ের মানুষের কল্যাণ্যে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরেফিন মো: শাকিল বলেন, সেনাবাহিনী মানুষের পাশে আগেও ছিল আগামী দিনেও থাকবে। এলাকায় শান্তি থাকলে সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত হবে।

বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে বিদ্যালয় কক্ষে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি মো: রফিকুল ইসলাম‘র সভাপতিত্বে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাটিরাঙ্গা মহিলা কলেজে শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ মো: কেফায়ে উল্যাহ, বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবীর  প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: এরশাদুল জ্জামান, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: শামসুদ্দিন মাস্টার ছাড়াও কলেজের শিক্ষার্থী, শিক্ষক-সাংবাদিক ও স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেন মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরেফিন মো: শাকিল ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা