April 24, 2024, 5:19 am

ফেনীতে পুলিশ সুপারের গাড়ী উল্টে পুলিশ সুপারসহ আহত ৩ নিহত ১

১৪ সেপ্টেম্বর ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ফেনীর লেমুয়া এলাকাধীন কসকা নামক স্থানে ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে ফেনী জেলা পুলিশ সুপারের গাড়ী উল্টে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপারসহ গাড়ী চালক আহত হয়েছে।নিহত হয়েছে পুলিশ সুপারের দেহরক্ষী পুলিশ সদস্য মোঃআজহার।
পুলিশ জানায় শুক্রবার ১৩ সেপ্টেম্বর ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী,সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান,গাড়ী চালক পুলিশ সদস্য মং সাই চাকমা ও পুলিশ সুপারের দেহরক্ষী পুলিশ সদস্য মোঃআজহারকে নিয়ে,পুলিশ সুপার ফাজিলপুর এলাকায় বোগদাদীয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে যান।পরিদর্শন শেষে তারা ফেনী ফেরার পথে মহাসড়কের লেমুয়া এলাধীন কসকা নামক স্থানে আসামাত্র গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টেগিয়ে সড়কের পাশে পড়েযায়।এই সময় গাড়ীর ভেতরে থাকা পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার ও গাড়ী চালক গুরুতর আহত হলেও নিহত হন পুলিশ সুপারের দেহরক্ষী।দুর্ঘটনা ঘটার সাথে সাথে আশপাশে থাকা স্থানীরা তাৎক্ষণিক দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করামাত্র ঘটনাস্থলে এসে পৌঁছা পুলিশের একটি টিম পুলিশ সুপার সহ আহত তিনজনকে গাড়ীতে তুলে ফেনী শহরের জেড ইউ মডেল হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করান।আহত তিনজন বর্তমানে ওই হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে।নিহত পুলিশ সদস্য মোঃআজহারের লাশ বর্তমানে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা