March 28, 2024, 1:14 pm

দলকে শক্তিশালী করতে হলে তৃণমূলের কমিটিতে যোগ্যদের দায়িত্ব দিতে হবে : রতন শিকদার।

১৯ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,বিশেষ প্রতিনিধি : দলকে শক্তিশালী করতে হলে তৃণমূলের কমিটিতে যোগ্য কর্মীদের দায়িত্ব দিতে হবে বললেন মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ      মিয়া রতন শিকদার। তিনি আজ বিন্দুবাংলা টিভি কে এ কথা বলেন। তিনি বলেন  ওয়ার্ডের নেতাকর্মীদের পারফরম্যান্স ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আমরা ওয়ার্ড কমিটি গুলো দায়িত্বশীল ত্যাগী নেতাদের উপর পদ পদবি দিচ্ছি কারন তারাই দলের প্রান। আমরা উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে প্রায় গুলোতে ইতিমধ্যে সম্মেলন করেছি বাকি গুলো ও খুব শিগগিরই করে ফেলবো, তার পর ইউনিয়ন কমিটি গুলো দ্রুত করে ফেলবো আমরা সিডিউল করে রেখেছি, ধারাবাহিক সব ইউনিয়নের কমিটি গঠন করে কেন্দ্রের নির্ধারিত সময়ের আগেই থানা কাউন্সিল হবে আশা করা যায়। দলে গ্রুপিং আছে কিনা জানতে চাইলে তিনি বলেন দলে প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসা নয়। অঙ্গ ও সহ যোগী সংগঠন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বিগত উপজেলা নির্বাচনে যারা নৌকার বিরুদ্ধে করেছে তারা আর যাই হোক নৌকার পক্ষের হতে  পারেনা, নাম সর্বস্ব অংগ সংগঠন      আছে কোন কর্মসূচি নেই, এ গুলো আওয়ামিলীগ মাদার সংগঠন এ গুলো গুছিয়ে অংগ সংগঠন গুলো কে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হবে। পরিশেষে আমি বলতে পারি মেঘনায় আওয়ামীলীগের ঘাটি তার প্রমান বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭ টি ইউনিয়নই নৌকার বিজয় হয়েছে এবং সংসদ, উপজেলা নির্বাচনে ও  নৌকার বিজয় হয়েছে। ভবিষ্যতে দল আরও শক্তিশালী হবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা