March 28, 2024, 11:56 pm

৪৩ বিজিবি’র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ আগষ্ট ২০১৯, বিন্দুবাংলা টি.. কম, সোহাগ মজুমদার,

খাগড়াছড়ি, প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রামগড় ব্যাটালিয়ন ৪৩ বর্ডার র্গাড বিজিবি’র, রামগড় জোনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

১লা আগষ্ট বৃহস্পতিবার দুপুরে জোন সদরে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ এমদাদুল হক।

৪৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর হুমায়ন কবির’এর সঞ্চালনায় ৪৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তারিকুল হাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, ৪৩ বিজিবি’র সাবেক অধিনায়ক লেঃ কর্ণেল মো.নুরুজ্জামান জি, ২৩ বর্ডার গার্ড যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হক, ৪০ বিজিবি’র পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো.সাইফুল্লাহ মিরাজ, গুইমারা সেক্টরের জিটুআই মেজর হামিদুল হক, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মো.ফরহাদ, রামগড় পৌর মেয়র মো.শাহজাহান কাজী রিপন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান সহ, সামরিক-বেসামরিক পদস্থ কর্মকর্তা জনপ্রতিনিধি স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পরে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহনে কেক কাটা শেষে এক প্রতিভোজের আয়োজন করা হয। প্রসঙ্গত ,৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২০০২ সালের পহেলা আগষ্ট চট্টগ্রামের হালিরশহরে প্রতিষ্ঠা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা