March 29, 2024, 9:51 am

রামগড়ে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন

  • ৫ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

 খাগড়াছড়ি, প্রতিনিধি: খাগড়াছড়ি রামগড় ৩নং পৌর এলাকায় এক ব্যবসায়ীর নিজস্ব পুকুরে বিষ প্রয়োগ করেছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। এতে বিষ ক্রিয়ায় মারা গেছে পুকুর সব মাছ।

পুকুরের মালিক রামগড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লক্ষণ দেব নাথ জানান, রবিবার (৪আগস্ট) রাতে তাদের বাড়ির পাশে পুকুরে ‘অজ্ঞাত দুষ্কৃতকারীরা’ বিষ প্রয়োগ করে। এতে বিষক্রিয়ায় মারা গেছে পুকুরের সব মাছ। তিনি আরো জানান, ৫ আগস্ট সোমবার সকালে ঘুম থেকে ওঠে পুকুরে গেলে দেখেন পুকুরের পানিতে কিছু মাছ চটপট করতেছে, আর বাকি সব মাছ মরে পুকুরের পানিতে ভাসতেছে। এ ঘটনায় তিনি রামগড় থানায় একটি জিডি করার প্রস্তুতি নিয়েছেন বলেও জানান।

স্থানীয়রা জানান, রামগড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ৩নং পৌর ওয়ার্ডের উত্তর গর্জনতলী এলাকার বাসিন্দা লক্ষণ দেবনাথ তাদের বাড়ির পাশে নিজস্ব পুকুরে দীর্ঘ দিন যাবত মাছ চাষ করে আসছেন। এমন অবস্থায় গত রবিবার(৪ আগস্ট) রাতের অন্ধকারে ‘কে বা কারা’ তাঁর পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা রুই, কাতলা, চিতল, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। এতে তাঁর প্রায় কয়েক হাজার টাকার মাছ মারা গেছে বলে অভিযোগে উল্লেখ করেন।

এবিষয়ে জানতে চাইলে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এখন পর্যন্ত কেউ এবিষয়ে থানায় কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা