April 19, 2024, 11:10 pm

মেঘনায় আবর্জনা ফেলার অপরাধে ভ্রাম্যমান আদালতের মহিলা সহ সাত জনকে জরিমানা

  • ৭ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা :     কুমিল্লা মেঘনা উপজেলায়  ময়লা ফেলার অপরাধে ভ্রাম্যমান আদালতের মহিলা সহ সাত জনকে জরিমানা।
  • আজ বুধবার উপজেলার        পরিস্কার পরিছন্ন রাখতে এবং জনসাধারণ এর চলাচলের স্বার্থে ,ডেঙ্গু মশার বংশ বৃদ্ধির নির্মূল করার লক্ষ্যে পরিছন্ন অভিযান পরিচালনা করা হয় ।এই সময় বৈদ্যনাথ পুরের রাস্তার দুই পাশে ম য় লা আবর্জনা ফেলে রাখার অপরাধে মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন সিকদার মেঘনা উপজেলা নির্বাহী অফিসার আফরোজা পারভীন মেঘনা উপজেলার সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান এর যৌথ অভিযানে এবং স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ আইন 209/89/19 আইনে ,, মরিয়ম স্বামী রমিজ উদ্দিন ১০০০  টাকা, হোসনে আরা স্বামী মৃত মোতালিব ১০০০ টাকা, মাতবর আলী পিতা মৃত ইদ্রিস আলী ১০০০  টাকা, ফারুক মিয়া পিতা সুরুত আলী ২০০০ টাকা,খোরসেদা স্বামী জসিম ২০০০  টাকা, ইমরান পিতা বাচ্চু মিয়া ১০০০ টাকা, শেখ আলম পিতা মৃত হযরত আলী ১০০০ টাকা সর্ব ঠিকানা বৈদ্যনাথপুর,মেঘনা কুমিল্লা হতে জরিমানা আদায় করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা