April 18, 2024, 10:51 pm

ফেনী সীমান্তে চোরা চালানে জিরো টলারেন্স বাস্তবায়নে অব্যাহত রয়েছে বিজিবি’র অভিযান।

৫ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টি.. কম ,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ভারতীয় সীমান্তবর্তী (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) উপজেলার বর্ডার এলাকায় চোরা চালানে জিরো টলারেন্স বাস্তবায়নে,ফেনী জায়লস্কর বিজিবি ৪ ব্যাটালিয়নের পরিচালক নাহিদুজ্জামান (বিজিবিএম, পিবিজিএম) এর সীমান্ত এলাকায় সার্বক্ষণিক মনিটরিং ও কঠোর দিক নির্দেশনায় সীমান্তবর্তী এই তিনটি উপজেলায় নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে বিজিবি জোয়ানরা।
সীমান্তে থাকা বিভিন্ন বিওপি ক্যাম্পের বিজিবি জোয়ানদের অব্যাহতভাবে চালিয়ে যাওয়া অভিযানের অংশ হিসেবে,৩ আগষ্টে ৩টি ও ৪ আগষ্টে ১টি অভিযানে ২ মাদক প্রাচারকারী আটকসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি জোয়ানরা।৩ আগষ্ট বিজিবি’র চালানো ৩টি অভিযানের মধ্যে পরশুরাম উপজেলার কেতরাংগা বিওপি ক্যাম্পের বিজিবি জোয়ানরা ওই এলাকার মুন্সীর খিল নামক স্থানে অভিযান চালিয়ে,মুন্সীর খিল গ্রামের রুহুল আমিনের পুত্র,মাদক ব্যবসায়ী আরিফ হোসেন (২৫) কে আদা কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেন।অভিযানকালীন বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আটককৃত মাদক ব্যবসায়ী আরিফের সাথে থাকা একই এলাকার অন্য দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গেলে,বিজিবি জোয়ানরা আরিফ সহ পালিয়ে যাওয়া দুইজনকে পলাতক আসামী দিয়ে পরশুরাম থানায় একটি মাদক মামলা দায়ের করেন।
ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নস্থ তারাকুচা বিওপি ক্যাম্পের বিজিবি জোয়ানরা উত্তর তারাকুচা এলাকায় অভিযান চালিয়ে,১ বোতল হুইস্কিসহ প্রায় আদা কেজি পরিমান গাঁজাসহ পরশুরাম উপজেলার ডিএম সাহেব নগর গ্রামের মোঃহাফিজ উদ্দিনের পুত্র,ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃরফিকুল ইসলাম (৩৩) কে হাতেনাতে আটক করেন।এই সময়ে রফিকুল ইসলামের সাথে থাকা একই এলাকার নুরন্নবী নামে অন্য এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেলে, বিজিবি রফিকুল ইসলামের সাথে নুরন্নবীকে পলাতক আসামী দিয়ে, ফুলগাজী থানায় একটি মাদক মামলা দায়ের করেন।
৩ আগষ্ট ছাগলনাইয়া উপজেলাধীন পূর্ব ছাগলনাইয়া বিওপি ক্যাম্পের জোয়ানরা ওই এলাকার জ্বীনপুকুর নামক স্থানে অভিযানে গেলে ওই স্থান দিয়ে গাঁজা প্রাচারকালীন মাদক ব্যবসায়ী কালোবাজারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ভারত থেকে প্রাচারকৃত ১৩ কেজি গাঁজা পেলে রেখে পালিয়াযায়।বিজিবি জোয়ানরা কালোবাজারীদের পেলে যাওয়া ১৩ কেজি গাঁজা উদ্ধার করে,ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেন।
৪ আগষ্ট ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর বিওপি ক্যাম্পের বিজিবি জোয়ানরা শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেন।
বিজিবি’র ৪ টি অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৮৬,৩১০ টাকা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা