সারাদেশ

দীঘিনালায় পাহাড় কাটার অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা

৪ আগস্ট ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,সোহাগ মজুমদার ,

খাগড়াছড়ি, প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার দীঘিনালায় পাহাড় কাটার অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩আগস্ট) উপজেলার জামতলী সুপারি বাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাকিম মোহাম্মদ উল্ল্যাহ।

জানাযায়, শনিবার  উপজেলার জামতলী সুপারি বাগান এলাকায় বুলডোজার দিয়ে পাহাড় কেটে ট্রাক দিয়ে মাটি পরিবহন করার সময় বুলডোজার এবং ট্রাক জব্দ করা হয়। এসময় বুলডোজার এর চালক চাইথোয়াই এবং সহকারী মোঃ ইসমাইলকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাকিম মোহাম্মদ উল্ল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করেন এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করেন।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড় কাটার অভিযোগে এক লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে তিন মাসের জেল দেয়া হয়েছে। বর্তমানে্ চালক এবং বুলডোজার পুলিশ হেফাজতে আছে।

 

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button