সারাদেশ

জনপ্রতিনিধি, প্রশাসনের তীক্ষ্ণ দৃষ্টিতে ” মেঘনা সুপার সার্ভিস ” যাত্রীসেবায় আপোষহীন।

৩ আগষ্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : বহুল প্রতিক্ষিত স্বপ্নের সার্ভিস” মেঘনা সুপার সার্ভিস ” যা হোমনা, মেঘনা, বাঞ্চারাম্পুর উপজেলার জনগণের জন্য ঢাকা যাতায়াতের স্বল্প সময়ের পথ। সার্ভিস কর্তৃপক্ষকে মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রশাসন     সহ দায়িত্বশীলরা নজরদারির মধ্যে রাখায় সার্ভিস টি যাত্রীসেবায় যথেষ্ট সচেতনতার সাথে দেখভাল করছেন। বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলে জানা যায় বাসটি মেঘনা প্রেসক্লাব মোড় থেকে সিটিং করে ছেড়ে গুলিস্তান যায় এর মধ্যে রাস্তায় কোন রকম যাত্রী নেয়া হয়না। সর্বপুরী যাত্রীরা ভ্রমণে স্বাচ্ছন্দ্যে বোধ করেছেন। কর্তৃপক্ষ বলেন প্রতি ৩০ মিনিট পর পর গুলিস্তান থেকে এবং মেঘনা থেকে যাত্রী হলেও বাস ছেড়ে চলে আসছে যাত্রী না হলেও বাস ছেড়ে চলে আসছে। ভাড়া সকলের হাতে নাগালের কথা চিন্তা করে ৮ ০ টাকা করে নেওয়া হচ্ছে। আমরা নিরাপদ, আরামদায়ক, ও স্বাচ্ছন্দ্যে বোধ ভ্রমনে কোন রকম আপোষ করবোনা। যাত্রীদের সুবিধা দিতে আমরা স্বচেষ্ট আছি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button