March 29, 2024, 6:10 am

ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযানে নেমেছে বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেড।

৪ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী জেলা শহরের একাধীক এলাকায় বিভিন্ন আবাসিক ভবনে দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে গ্যাস লাইন সংযোগ স্থাপনের মাধ্যমে বাখরাবদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেড এর গ্যাস ব্যাবহার করছিল ভবন মালিকরা।ফেনী জেলা শহরে অবৈধ পন্থায় গ্যাস লাইন স্থাপন ও ব্যাবহার বিষয় সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার করা হলে,টনক নড়ে উঠে বাখরাবাদ গ্যাস কোম্পানীর কর্মকর্তাদের।

তারই ধারাবাহিকতার অংশ হিসেবে গত ২ জুলাই মঙ্গলবার থেকে ফেনী জেলা শহরে অবৈধ ভাবে স্থাপন করা গ্যাস সংযোগ লাইন বিছিন্ন করণে অভিযান অব্যাহত রেখেছে,বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন লিমিটেড এর কর্মকর্তাগণ।বিশেষ এ অভিযানে বেরিয়ে আসে গ্যাস লুটপাটের ভয়াবহ চিত্র।দিনভর অভিযানকালে ৯ টি ভবনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।অবৈধ সংযোগ স্থাপনকারী ভবন গুলি হচ্ছে,ফেনী শহরের শান্তি ধারা আবাসিক এলাকায় মডেল মাদরাসা সংলগ্ন ফিউচার ভবন নামে ৬ তলার একটি আবাসিক ভবন।একি এলাকার সুলতানা বিলকিছের মালিকীয় ভবন,কদলগাজী রোডের মুন্সি জহির আহমেদের মালিকীয় ভবন,সিরাজুল হকের মালিকীয় ভবন,মাহমুদুল হাসানের মালিকীয় ভবন,পেট্টোবাংলা সংলগ্ন আরামবাগ এলাকার শাহজাহানের ভবন,পাঠানবাড়ী সড়কের মহিলা মাদরাসা সংলগ্ন গিয়াস উদ্দিনের মালিকীয় ভবন,আইয়ুব খানের মালিকীয় ভবন ও শাহীন একাডেমী সড়কের জেপি টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেডের ফেনী এরিয়া অফিস ব্যবস্থাপক মোঃমহিবুর রহমান জানান,গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বাখরাবাদ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাঠে রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা