সারাদেশ

সিলেটে ভাইকে হত্যায় সৎ ভাইয়ের ফাঁসি

১৪ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জের লাকি হোটেলের মালিক কামাল আহমদকে হত্যা মামলায় সৎ ভাই জাকির হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে আদালত তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। রবিবার (১৪ জুলাই) দুপুরে আসামির উপস্থিতিতে এ আদেশ দেন সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালত ১ম এর বিচারক মো. আমিরুল ইসলাম। জাকির হোসেন জকিগঞ্জ পৌরশহরের কেছরি গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন, ‘সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৭ সালের ২৯ আগস্ট সকালে ঘুমন্ত অবস্থায় জকিগঞ্জ লাকি হোটেলের মালিক কামাল হোসেনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার সৎ ভাই জাকির হোসেন। পরদিন কামালের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।
নিহতের স্ত্রী মামলার বাদী জান্নাতুল ফেরদৌস বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। এখন যত দ্রুত রায় কার্যকর হবে আমরা তত খুশি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button