জাতীয়

লাইফ সাপোর্টে এরশাদ : স্বাস্থ্যমন্ত্রী

১ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টি.. কম, দিলারা আক্তার লুনা :

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এরশাদকে আবারো লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সোমবার (১ জুলাই) বিকেলে সিএমএইচে এরশাদকে দেখে আসার পর তিনি সংবাদকর্মীদের এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওনার অবস্থা ক্রিটিক্যালই বলা যায়। লাইফ সাপোর্টে আছে। ওভারঅল সিচুয়েশন ক্রিটিক্যাল।

তিনি আরও বলেন, ডাক্তাররা সকলেই মত দিয়েছেন, এ মুহূর্তে বাইরে নেওয়ার মতো অবস্থা নেই। এখন যত ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব, তা এখানেই দেওয়া সম্ভব। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।

এ সময় উপস্থিত ছিলেন, সিএমএইচে জাহিদ মালেকের সঙ্গে এরশাদের ভাই, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button