স্বাস্থ্য

বিশ্ব জনসংখ্যা দিবসে খাগড়াছড়িতে আলোচনা সভা ও সার্টিফিকেট বিতরন

১০ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি.. কম,
খাগড়াছড়ি, প্রতিনিধি :

বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা হয়েছে খাগড়াছড়িতে। বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাব অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা বিভাগের আহবায়ক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজাতীয় শরর্ণাথী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম,পুলিশ সুপার আহমার উজ্জামান,সিভিল সার্জন মো. ইদ্রীস মিঞা,এতে মূখ্য আলোচক ছিলেন, পরিবার পরিকল্পনার (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, একটি দেশের সম্পদ জনসংখ্যা। তবে অপরিকল্পিত অতিরিক্ত জনসংখ্যা সম্পদের স্থলে বোঝায় পরিণত হয়। কারণ অপরিকল্পিত কোন কিছুই মঙ্গল জনক নয়। তাই পরিকল্পিত দেশ গড়তে জন্ম নিয়ন্ত্রণ ও বাল্য বিবাহ প্রতিরোধ করা জরুরী বলে তিনি মন্তব্য করেন। পরে পরিবার পরিকল্পনা বিভাগসহ স্বাস্থ্য বিভাগে ভালো কাজের জন্য ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button