সারাদেশ

ফুলবাড়ীতে পৃথক অভিযানে ৭০ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাজাঁসহ ৬ মাদক পাচারকারীকে আটক

২২ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,    আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাজাঁসহ ৬ মাদক পাচারকারীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

২০ জুলাই শনিবার সন্ধ্যা থেকে ২১ জুলাই রবিবার ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এই ঘটনায় মাদক পাঁচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে থানা পুলিশ। মাদক পাঁচারকারীরা হলেন, বিরামপুর উপজেলার কাটলা গ্রামের সামসুল আলমের স্ত্রী সামিনা বেগম (৪৫) একই এলাকার মোজাফ্ফর রহমানের পুত্র রওশন আরা (৩৫) চন্ডিপুর গ্রামের আতাউর রহমানের স্ত্রী মৌসুমী আক্তার মৌ (২২)।

পার্বতীপুর উপজেলার সানন্দা দাগড়ীপাড়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র জাহিনুর রহমান (৪৫), ফুলবাড়ী উপজেলার গড়পিংলাই গ্রামের রইচ উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম লালমিয়া (৫০) ঔ এলাকার তপু মিয়া (২৮)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকরুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় থেকে পৌর শহরের ঢাকা মোড়ে অভিযান চালিয়ে সামিনা বেগম, রওশন আরা ও মৌসুমী আক্তারকে তল্লাশী চালিয়ে তাদের নিকট আমদানী নিষিদ্ধ ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। ঐ দিন রাত ৮ টায় উপজেলার জয়নগর এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাজাসহ শফিকুল ইসলাম, লাল বাবুকে একই ভাবে পৌর শহরের বটতলী এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাজাঁসহ তপু মিয়া, এছাড়া ২১জুলাই রবিবার দিবাগত রাতে আলাদিপুর ইউপির সিন্দুরহাটা পানাম মোড়ে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ জাহিনুর রহমানকে আটক করা হয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button