জাতীয়

প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সশস্ত্র বাহিনী: আজিজ আহমেদ  

১৭ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টি.. কম, দিলারা আক্তার লুনা :

সশস্ত্র বাহিনী প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন বাহিনী প্রধান জেনালের আজিজ আহমেদ। তিনি বলেন, ‘ডিসিদের বলেছি, আমরা তাদের সঙ্গে সমন্বিতভাবে দেশের কাজ করবো। কোথাও কোনও সমস্যা হলে, পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে তার সমাধান করবো।

ডিসি সম্মেলনের চতুর্থ দিনে বুধবার (১৭ জুলাই) সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়-বিষয়ক প্রথম কার্য অধিবেশন শেষ সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অধিবেশনে নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর উপ-প্রধান (বিমান বাহিনী প্রধান দেশের বাইরে) উপস্থিত ছিলেন। এই প্রথম কোনও ডিসি সম্মেলনে সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় তিন ব্যক্তি উপস্থিত ছিলেন।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর করণীয় বিষয়ে জানতে চাইলে আজিজ আহমেদ বলেন, ‘বন্যা মোকাবিলায় যদি সেনাবাহিনীর প্রয়োজন পড়ে; সেনাবাহিনী প্রস্তুত আছে, কাজে যোগ দেবে। যেখানে যখই প্রয়োজন হবে, শুধু সেনাবাহিনী নয়, তিন বাহিনীর সদস্যরাই সেখানে থাকবেন। ডিসি সাহেবরা যেভাবে চাইবেন, সেভাবেই বাহিনীর সঙ্গে যুক্ত থেকে কাজ করবে সদস্যরা

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button