সারাদেশ

পুলিশ নিয়োগে ঘুষ লেনদেন না করতে নাসিরনগরে মাইকিং

  • ১ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)ঃ ৩ রা জুলাই ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। এ সময় দালালের খপ্পরে পড়ে ঘুষ লেনদেন না করতে নাসিরনগর থানা পুলিশ সর্তক করে মাইকিং করছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন(বার)পিপিএম এর নিদর্শনায় রবিবার থেকে নাসিরনগরে মাইকিং এ প্রচারণা শুরু করেছে। ৩ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পুলিশ কনস্টেবল পদে প্রাথমিক বাছাই থেকে শুরু করে পরীক্ষার মাধ্যমে কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে। পুলিশের চাকরি পেতে কোন টাকা লাগে না। যদি কেউ প্রতারণার মাধ্যমে কারো কাজ থেকে টাকা গ্রহন করলে তাকে পুলিশে ধরিয়ে দেয়ার জন্য আহবান জানানো হয়েছে। নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ সাজেদুর রহমান বলেন, জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশ অনুযায়ী সারা দেশের ন্যায় নাসিরনগর উপজেলায়ও মাইকিং করা হচ্ছে। তাই প্রতারকদের কাছ থেকে দূরে থাকতে এলাকাবাসীকে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হয়েছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button