April 20, 2024, 2:19 pm

নাসিরনগরে সরকারি খাস জমি ও খাল দখলের চলছে মহোৎসব

  • ৪ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
    মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া) জেলার নাসিরনগরে সরকারি খাস জমি ও খাল দখলে মহোৎসব চলছে। উদ্ধারে নেই কোন উদ্যোগ সরেজমিন বিভিন্ন জায়গা ঘুড়ে এমন চিত্র দেখা গেছে। সরাইল, নাসিরনগর, ফান্দাউক মহা সড়কের কুন্ডা থেকে ফান্দাউক পর্যন্ত দুই পাশে সরকারি খাস ও খাল ভরাট করে চলছে নতুন নতুন বাড়ি ও দোকান নিমার্ণ। গুরুত্ব পূর্ণ রাস্তার মোড় ও বাজারের পাশে ঘরে উঠছে অনেক দোকানপাট। তিলপাড়া হতে চিতনা পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশে সরকারি খাল ভরাট করে আলাকপুরের পশ্চিমে খালের উপরে ভিল্ডিং তৈরী করেছে ভোলাউক গ্রামে মৃত: হরমুজ আলীর ছেলে নাসির মিয়া। এরই পাশে খাল ভরাট করা শুরু করেছে মরতুজ আলীর ছেলে দুলাল মিয়া। ভোলাউকের পূর্ব দিকে রাস্তার উত্তর পাশে সরকারি খাল ভরাট করে বাড়ি তৈরী করেছে আবু বাদশার ছেলে মোঃ ছানাউল্লাহ। তাছাড়াও লক্ষীপুরে খাস জমি খনন করে পুকুর নির্মাণের অভিযোগ রয়েছে। অপর দিকে চৈয়াকুড়ি বাজার সংলগ্ন সরকারি খাল মাটি ফেলে ভরাট করতে শুরু করেছে মোঃ আজহারু হক দরজ মিয়া, সারোয়ার পাঠান ও হামিদ পাঠান। মোবাইল কোর্টে মোঃ আজহারু হক দরজ মিয়াকে ৫০০ টাকা জরিমানা করেছে বলে শুনা যাচ্ছে। অপর দিকে শ্রীঘর গোলাবাড়ির উত্তর পাশে নাসিরনগর ফান্দাউক মহা সড়কের সরকারি খাল ভরাট করে বাড়ি নিমার্ণ করেছে শ্রীঘর থেকে আসা কয়েকটি পরিবার। আশুরাইল ও নাসিরনগরের সীমানায় মহাখাল সংলগ্ন মামুন ব্রিক ফিল্ড ও ও ফান্দাউক খাসত্বির ব্রীজ সংলগ্ন উত্তর পাশে সরকারি খাল ভরাট করে রাস্তা নিমার্ণ করে ট্রাক যাতায়াতের ব্যবস্থা করেছে বিরাসার নামক ব্রিক ফিল্ড।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা