এক্সক্লুসিভ

নাসিরনগরের বিভিন্ন রাস্তা-ঘাটের বেহাল দশা

২১ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ হান্নান, নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া)ঃ জেলার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও গ্রামের রাস্তা-ঘাটের বেহাল দশা বিরাজ করছে। সরেজমিন বিভিন্ন এলাকা ঘুড়ে এমন দৃশ্য দেখা গেছে। সম্প্রতি বাড়ী বর্ষনের ফলে এলাকার রাস্তা ঘাট আরো বেহাল অবস্থান পতিত হয়েছে। কোন কোন রাস্তা দিয়ে যানবাহন চলাচল করবে দূরে থাক, মানুষই পায়ে হেঁটে চলতে পারছে না। সামান্য বর্ষার পানি হতে না হতেই সরাইল-নাসিরনগর- ফান্দাউক মহাসড়ক থেকে আশুরাইল মধ্যগ্রাম হয়ে পোষ্ট অফিসে যাওয়ার রাস্তার উপরে শিশুদের জাল দিয়ে হঁাটু জলে মাছ ধরতে দেখা গেছে। শুধু আশুরাইল নয় এমন চিত্র উপজেলার বিভিন্ন গ্রামে বিরাজ করছে। শহরের ছেঁায়া গ্রামে পৌঁছে দিতে গ্রামীন রাস্তা-ঘাট সংস্কারে এখনই পদক্ষে নেয়া প্রয়োজন বলে বিজ্ঞ মহল মনে করছে। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে, শহরের ছেঁায়া গ্রামে পৌঁছে দিতে ও জনগণের দুঃখ দুর্দশা দূর করতে গ্রামীণ জনপদে অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে ভগ্নদশা পতিত বিভিন্ন রাস্তা-ঘাট সংস্কার করা অতি জরুরী হয়ে পড়ছে। এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়া-১,সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রামের হস্তক্ষেপ কামনা করছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button