টেক

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে:আইসিটি প্রতিমন্ত্রী

২৯ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে আগামী তিন বছরের মধ্যে দেশের সকল বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করবে সরকার। এছাড়া উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে ২৮টি হাই টেক পার্ক নির্মাণ করা হচ্ছে। সোমবার সকালে শেরপুর সদর উপজেলার হাই টেক পার্কের প্রস্তাবিত স্থান পরিদর্শনের পূর্বে শেরপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তি‌নি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের উদ্যোক্তা তৈরি করতেও সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২১ সালের মধ্যে সকল ইউনিয়ন পরিষদে উচ্চ গতির ইন্টারনেট সেবার আওতায় আনা হবে।

এর আগে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ইনফো সরকার প্রকল্প ফেজ-৩ এর কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ভাষা প্রশিক্ষণ ল্যাব ও ইউডিসি উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইন‌ফো সরকার ফেজ-৩ এর প্রকল্প প‌রিচালক যুগ্ম স‌চিব বিকর্ণ কুমার ঘোষ, শেরপু‌রের পু‌লিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) প্রমুখ।

¸

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button