কুমিল্লা

দেবিদ্বারের খলিলপুর ‘গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজর ‘নবীণ বরণ অনুষ্ঠিত।

১ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, হাবিবুর রহমান খোকন :

দেশপ্রেম আর মানবিক মূল্যবোধ অর্জন ছাড়া যতবড় সার্টিফিকেট অর্জন করোনা কেন, মানুষ হতে পারবেনা। প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই গুণগত ও আদর্শ মানবিক শিক্ষা অর্জন করতে হবে।

সোমবার সকাল ১০টায় দেবিদ্বার উপজেলার খলিলপুর ‘গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজথর ‘নবীণ বরণথ এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম ক্লাশের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক আবুল বাশার ওই বক্তব্য তুলে ধরেন।

‘গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজথ পরিচালনা পর্ষদথর সভাপতি মোঃ মফিজুল ইসলামথর সভাপতিত্বে এবং প্রভাষক আলী আক্কাসথর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, কলেজথর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ দৌলত খান, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবু তাহের বিএসসি, রোছমত আলী মেম্বার, মোঃ মোশাররফ হোসেন, সৈয়দ আপেল মাহমুদ, সমসের আলী মূন্সী।

 

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button