April 18, 2024, 3:50 pm

দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত সড়কে ধানের চারা রোপন করে এলাকাবাসীর প্রতিবাদ।

৯ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃ ছাগলনাইয়া উপজেলাধীন ৮ নং রাঁধানগর ইউনিয়নের নাছিরা দিঘী নতুন পাড়ার দেড়শত পরিবারের প্রায় ৫ শত লোকজন চলাচলের সড়কটি দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকায় বর্তমানে সড়কটি জনচলাচলে অনপোযোগি হয়ে পড়েছে।বর্ষা মৌসুম শুরুহলে সড়কটি যানবাহন চলাচলে এতোই অনপোযোগি হয়ে পড়ে যে,ওই সময় সড়কটি দিয়ে একটি রিক্সা ও যাতায়াত করতে পারেনা।এই মৌসুমে যদি ওই জনবসতিতে কোন মানুষ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে বা জনবসতির কোন একটি বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে তাহলে এলাকাটিতে কোনভাবেই এ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ী প্রবেশ করতে পারবে না।দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্য সড়কটি বর্ষা মৌসুম শুরু হওয়ার পূর্বে দ্রুত সংস্কার করণের লক্ষে যথাযথ কর্তৃপক্ষেরর বরাবর একাধীক আবেদন পত্র প্রেরণ করলেও তাতে ককর্তৃপক্ষ কোন দরণের সাড়া দেয়নি বলে জানান এলাকাবাসী।এমতবস্থায় ভুক্তভোগি এলাকাবাসী সড়কটির বেহাল অবস্থা জাতির নজরে তুলে ধরার লক্ষে,জনচলাচলে অনপোযোগি হয়েপড়া কাঁদাযুক্ত সড়কটিতে ধানের চারা রোপন করে অভিনব কায়দায় প্রতিবাদ জানাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা