স্বাস্থ্য

ডেঙ্গুতে হবিগঞ্জের সিভিল সার্জনের মৃত্যু 

২২ জুলাই ২০১,, বিন্দুবাংলা টি.. কম, ডেস্ক রিপোর্ট :

 

হবিগঞ্জে যোগদানের মাত্র ১৩ দিনের মাথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা (৫৩)।

রোববার (২১ জুলাই) দিবাগত রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে দৈনিক জাগরণকে জানান, বেশ কিছুদিন ধরেই শাহাদৎ হোসেন ডেঙ্গু জরে আক্রান্ত ছিলেন। রোববার সকালে কার্যালয়ে এসে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভায় অংশ নেন। এ সময় অসুস্থতাবোধ করলে সেখান থেকে চলে আসেন।

এরপর তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বিকাল ৪টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক শাহাদৎ হোসেনকে ঢাকায় প্রেরণ করেন। রাত সোয়া ১টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ৯ জুলাই পদোন্নতি পেয়ে হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন তিনি। যোগদানের ১৩ দিনের মাথায় স্বাস্থ্য বিভাগের প্রধানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button