সারাদেশ

গজারিয়ায় ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার

৩১জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :
মুন্সীগঞ্জের গজারিয়ায় ছিনতাইকারীদের ব্যবরত প্রাইভেট কার উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।
বুধবার ৩১ জুলাই আনুমানিক সকাল ৭.টায় উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর ষ্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। বালুয়াকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের। ছেলে মো: আবুবকর (২৮) বাসা থেকে ২ ল্ক্ষ ৮৫ হাজার টাকা নিয়ে ভাটেরচর ষ্ট্যান্ডে এসে নামলে ছিনতাইকারির কবলে পরেন। আবুবকর জানান একই ষ্ট্যান্ডে আগে থেকে সাদা রং এর। প্রাইভেটকার নিয়ে থামা ছিল ছিনতাইকারি চক্র। তিনি আরও জানান ছিনতাইকারি চক্র গাড়ি নিয়ে কুমিল্লা মুখী যাত্র করে। তাদের ধাওয়া করে আবুবকর পিকআপ যোগে ভিটিকান্দি গ্রামের মাঝামাঝি স্থানে ছিনতাইকারীদের ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ১১-৬১২৮ নম্বর প্রাইভেট কারটি দেখতে পায়। গাড়ি রেখে ছিনতাইকৃতরা দ্রুত পালিয়ে যায়। গজারিয়া থানা পুলিশ খবর পেয়ে প্রাইভেট কারটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। স্হানীয় ভাবে জানা যায় সকাল ৭ টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে মা বাবার দোয়া ষ্টোরের স্বত্তাধিকারী রফিকুল ইসলামের ( রবিউল) ছোট ভাই আবু বকর বাড়ি থেকে ২লক্ষ পচাশি হাজার টাকা ইসলামী ব্যাংক সোনারগাও শাখার ব্লাংক চেক ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রিক্সা দিয়ে রওয়ানা হয়ে হাজী রাজা প্লাজার সামনে নামার পর পরই ছিনতাইকারীরা গাড়ি থেকেই জোর পূর্বক টাকার থলেটি নিয়ে পালিয়ে যায়। গাড়ির নং ঢাকা মেট্রো-গ ১১-৬১২৮ সাদা প্রাইভেট কার থেকে আবু বকরের টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় ভিটিকান্দি এলাকায় জ্যামে পরলে এরা ভিটিকান্দি গ্রামে ঢুকে ব্রীজ সংলগ্ন প্রাইভেট কারটি রেখে পালিয়ে যায়। গজারিয়া থানা ইনচার্জ হারুন অর রশিদ ঘটনা নিশ্চিত করে জানান ছিনতাইকারিদের গাড়ি আটক রয়েছে । তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button