সারাদেশ

খাগড়াছড়িতে গৃহবধুর লাশ উদ্ধার

১৯ জুলাই ২০১,, বিন্দুবাংলা টিভি. কম,
খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি: খাগড়াছড়ির কলেজ গেইট এলাকায় ভাড়াবাসা থেকে রোজিনা বেগম (২৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল খবর পেয়ে তালাবদ্ধ কক্ষ থেকে গৃহবধুর এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক রয়েছে রোজিনার স্বামী মনির হোসেন। নিহত রোজিনা পানছড়ি উল্টাছড়ির বাসিন্দা আ: রশিদের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আড়াই বছর পূর্বে সম্পর্ক করে বিয়ে হয় তাদের। গত বুধবার রাতে টমটম জমা দিয়ে রাতের কোন এক সময় মনির হোসেন তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়।

রেজিনার মা শিরিনা বেগম জানান, প্রেমের সম্পর্ক করে বিয়ে হলেও তাদের মধ্যে বিরোধ লেগেই ছিল। গত দু দিন ধরে মেয়ের সাথে যোগাযোগ হয়নি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে মেয়ের লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মো: আফসার বলেন, প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে তিনি জানান।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button