খেলা

আইসিসি থেকে ৮৬ কোটি টাকা পাচ্ছে পাকিস্তান

২২ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

স্পোর্টস ডেস্ক :: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ( আইসিসি) কাছ থেকে ১ কোটি ১৫ লাখ ডলার পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৬ কোটি টাকা।ইতিমধ্যে ৬৫ লাখ ডলার পিসিবির তহবিলে জমা পড়েছে। টাকার অংকে যা প্রায় ৫২ কোটি টাকা।আইসিসির সদস্য দেশ হিসেবে বাৎসরিক লভাংশ বাবদ এ অর্থ পাচ্ছে পাকিস্তান। গত জানুয়ারিতেই অবশ্য এ অর্থ পাওয়ার কথা ছিল পিসিবির। তবে বেশ কিছু আনুষ্ঠানিকতার কারণে কিছুটা বিলম্ব হয়েছে।কয়েকদিন আগে এ বিষয়ে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে রিপোর্ট পেশ করেছিল পাকিস্তান। এর পরিপ্রেক্ষিতে আইসিসির কাছ থেকে প্রথম ধাপের লভ্যাংশ পেতে যাচ্ছে তারা।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button