খেলা

অবসর নিয়ে যা বললেন মাশরাফি

৬ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ম্যাচ খেললেও এখনই অবসরের প্রসঙ্গটি নাকচ করে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। অনেক গুঞ্জন ছিল গতকাল শুক্রবার লর্ডসেই অবসরের ঘোষণা দেবেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে জানালেন, এখনই অবসর নিতে চান না। বাড়িতে এসে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেন তিনি।

মাশরাফি বলেন, ‘আমি বাড়িতে যাব এবং আমার ক্যারিয়ার নিয়ে পুনরায় চিন্তা করব। এরপর আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

সেমিফাইনাল থেকে আগেই ছিটকে যাওয়ায় গতকাল শুক্রবার লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি দাঁড়ায় নিয়ম রক্ষার ম্যাচে। এই ম্যাচে ৯৪ রানের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে সাকিবদের।

টাইগারদের আশা ছিল জয় দিয়েই শেষটা রাঙানো। কিন্ত ক্রিকেটের মক্কায় বিব্রতকর ব্যাটিংয়ে বাজেভাবে হারেই শেষ হয় ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের যাত্রা। বিশ্বকাপে নয় ম্যাচের মধ্যে আটটিতে খেলে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে ম্যাচটি বাতিল হওয়াতে ভীষণ ক্ষতি হয়। তিনটিতে জয় আর তিনটিতে হেরেছে টাইগাররা।

হারের ব্যাখ্যা দিতে গিয়ে মাশরাফি বলেন, ‘সত্যি হচ্ছে এই ধরণের ম্যাচ থাকলে সেটা কঠিন হয়, দুই দলের জন্যেই। পাকিস্তান হয়তো শেষ কয়েকটা ম্যাচ জিতে টাচে ছিল যেটা তারা থ্রু করতে পেরেছে। আমরা পুরো আসরে ইন অ্যান্ড আউট ছিলাম। জিতেছি হেরেছি, জিতেছি হেরেছি- এমন। আমরা তবুও শেষ পর্যন্ত টিকে ছিলাম। ভারতের বিপক্ষে হারার পর স্বাভাবিক যে আমরা হতাশ ছিলাম।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button