April 24, 2024, 2:28 am

গজারিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ ও কুফল বিষয়ক সচেতনমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত, শপথ বাক্য পাঠ

১৯ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

গজারিয়া  প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং বাল্যবিবাহের কুফল বিষয়ক সচেতনমূলক প্রশিক্ষন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে গজারিয়া উপজেলার মিলনায়তনে গজারিয়ার বিভিন্ন স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা হাসান সাদী‘র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শহিদুল্লাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার।
সভা শেষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নিবার্হী কর্মকর্তা হাসান সাদী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা