• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হামলা-সহিংসতার প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ মেঘনায় বিশেষ স্থানে সিসি ক্যামেরা ছাড়া নিরাপত্তা ঝুঁকি বাড়ছে মেঘনায় সন্ত্রাসের ছায়া, সুষ্ঠু ভোট হুমকিতে অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে শান্ত দাস নিহত হয়েছে প্রাথমিক ধারণা পুলিশের কুমিল্লা–১: বিএনপি নেতাকর্মীদের আচরণবিধি মেনে চলার আহবান কঠোর নির্বাচনী আচরণবিধি জারি করল নির্বাচন কমিশন আধার রাতে হোমনায় ভুট্টা খেতে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ ৩০০ আসনের নতুন সীমানায় কুমিল্লার আসন অপরিবর্তিত ঢাকা -৫ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে উপদেষ্টা হলেন ড. মাহবুবুর রহমান মোল্লা

কলমের লেখনি হোক দূর্নীতিবাজদের বিরুদ্ধে : জেলা প্রশাসক, খাগড়াছড়ি।

নিজস্ব সংবাদ দাতা / ২২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০১৯

২৪ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদা,, খাগড়াছড়ি :

খাগড়াছড়ি জেলা প্রশাসকের সাথে নব গঠিত খাগড়াছড়ি ক্রাইম রিপোর্টার্স ইউনিটি (কেসিআরইউ)’র নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন ২০১৯) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় কালে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম বলেন, দেশ ও জাতীর কল্যাণে লেখনি হোক দূর্নীতিবাজদের বিরুদ্ধে। দূর্নীতি প্রতিরোধে বর্তমান সরকার কাজ করছে। সাংবাদিকদের ও নিজ নিজ অবস্থান থেকে দূর্নীতির বিরুদ্ধে কাজ করলে দূর্নীতিমুক্ত মুক্ত হবে দেশ। অভিশাপমুক্ত হবে আমাদের এ সমাজ।

লেখনির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা গেলে দূর্নীতি নামের এ ব্যাধী প্রতিরোধে কিছুটা হলেও কমবে। এ সময় তিনি দূর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের সংবাদ সংক্রান্ত সকল কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সাহসি সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক তরুন কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক কানন আচার্য, যুগ্ম-সম্পাদক সমির মল্লিক,অর্থ-সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল মামুন, দপ্তর সম্পাদক বিপ্ল¬ব তালুকদার, নির্বাহী সদস্য-লিটন ভট্টাচার্য্য রানা,জাফর সবুজ প্রমূখ।

এ সময় সংগঠনটির সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্য বলেন,খাগড়াছড়িতে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমের পাহাড়ের সমস্যা,সম্ভাবনা,অনিয়ম-দুর্নীতি’র চিত্র তুলে ধরে দূর্নীতির মুল উৎপাটনের মাধ্যমে জাতি ও দেশ গঠনে সুস্থধারার সাংবাদিকতার বিকল্প নেই। এ সংগঠন দূর্নীতিমুক্ত দেশ গঠনে প্রশাসনকে সহায়তার মাধ্যমে প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন