রাজনীতি

৫ মাস পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

১৫ জুন,২০১৯, বিন্দুবাংলা টি.. কম, ডেস্ক রিপোর্ট    : জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ মাস পর বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। শনিবার (১৫ জুন) পৌনে ৬ টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে লন্ডন থেকে স্কাইপে যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সূত্র জানায়, চলমান ছাত্রদল সংকট, বৃহত্তর রাজনৈতিক ঐক্য, সংসদে দলীয় এমপিদের করণীয়-কৌশল এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button