সারাদেশ

হোমনায় গ্রামের আদিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের রক্তক্ষয়ী টেটাযুদ্ধ

১৫ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, হোমনা সংবাদদাতা :
কুমিল্লার হোমনায় গ্রামের আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী টেটাযুদ্ধ সংঘটিত হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার দুলালপুর ইউনিয়নের মিঠাই ভাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে
মো. তসু মিয়া (৪৫) নামের একব্যক্তি মারাত্মক আহত হয়। তাকে হাতে এবং পায়ে ৫ টি টেটা বিদ্ধাববস্থায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সে মিঠাই ভাঙ্গা গ্রামের মৃত গফুর উদ্দিনের ছেলে। কর্তব্যরত চিকিৎসক ডা: শাহিদা সিকদার জানান রোগীর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে । তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। হোমনা থানা সূত্রে জানাগেছে,থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button