জাতীয়

সারাদেশে বৃষ্টি, নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত

২ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,

নাজমা আক্তার :  কালো মেঘে ছেয়ে যায় রাজধানী। রোববার বেলা ১১টার দিয়ে অন্ধকার নেমে আসে। বিভিন্ন গাড়ীতে হেডলাইন জ্বালিয়ে চলাচল করে। ঈদে ঘরমুখো মানুষেরা পড়েছে বিপাকে। এছাড়া বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

এদিকে আবহাওয়া অফিস বলছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝড়োহাওয়া সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমাদের সময়. কম

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button