স্বদেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ।

২১ জুন ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। তারা সম্পর্কে ভাইবোন।

শুক্রবার সকাল ৭টার দিকে সদরঘাটের এক নম্বর পন্টুন বরাবর মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল সাতটার দিকে নৌকায় করে সদরঘাট থেকে কেরানীগঞ্জ যাচ্ছিলেন একই পরিবারের পাঁচজন। এ সময় ঢাকা থেকে পটুয়াখালীগামী ‘পূবালী ৫ লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

এরপর তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেন পানিতে ডুবে নিখোঁজ রয়েছে দুই শিশু। ছেলে শিশুটির নাম মেশকাত। তার বয়স ১২ বছর। আর মেয়েটির নাম নুসরাত। বয়স আনুমানিক ৫ বছর। তাদের উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালাচ্ছে।

যৌথবাহিনীর অভিযানে যাদের উদ্ধার হয়েছে তারা হলেন জোসনা, শামিম মৃধা ও ছয় মাসের একটি শিশু।

 

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button