বিনোদন

শুটিং সেটে দেরিতে যাওয়ায় সিনেমা থেকে বাদ পড়লেন নায়িকা

২ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ,ডেস্ক রিপোর্ট :
এ সিনেমার প্রযোজক রাজেশ ভাটিয়া সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমরা সিনেমা নির্মাণ করতে প্রচুর টাকা বিনিয়োগ করি। এটা আমাদের শখ নয়। ফলে যাদের নিয়ে কাজ করব, তাদেরও পেশাদার হতে হবে। কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। মৌনির সঙ্গে চুক্তি হওয়ার পরের দিন থেকেই তিনি অপেশাদার আচরণ শুরু করেন। চুক্তিবদ্ধ হওয়ার পর, টাকা দেওয়ার পরও স্ক্রিপ্ট রিডিংয়ে ৩টার জায়গায় সাড়ে ৫টায় এসেছিলেন তিনি। প্রযোজক, পরিচালক, অভিনেতা সবাই প্রচণ্ড বিরক্ত হয়েছিলেন তার প্রতি।

যদিও রাজেশের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন মৌনির মুখপাত্র। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘মৌনি অনেক সিনেমা করেছেন। তার ক্যারিয়ার সফল, সবাই-ই তার পেশাদারিত্ব নিয়ে সন্তুষ্ট। কিন্তু রাজেশ বলছেন, মৌনি পেশাদার নন। কিন্তু বহু ইমেইল, টেক্সট মেসেজ অন্য কিছু প্রমাণ করবে। তবে মৌনি কাদা ছোড়াছুড়ি করতে চান না। বরং টিমের সব সদস্যকেই শুভেচ্ছা জানিয়েছেন।থ
উল্লেখ্য‘গোল্ডথ সিনেমায় অনবদ্য অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। এরমধ্যে ‘ব্রহ্মাস্ত্রথসহ বেশ কয়েকটি সিনেমায় কাজের প্রস্তাব পান তিনি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button