মতামত

লুটপাটের ধারাবাহিকতা রক্ষার বাজেট: জোনায়েদ সাকি

১৩ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম, ডেস্ক রিপোর্ট :
বাজেটে লুটপাটের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।

১৩ জুন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজেট ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এমন একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এ বাজেট লুটপাটের পৃষ্ঠপোষকতা ঘটাবে। কারণ যেভাবে ব্যাংকের ঋণ খেলাপি হচ্ছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে।থ

সাকি বলেন, ‘যেভাবে বিভিন্ন প্রকল্পের ব্যয় জাবাবদিহিহীনতা চলছে এবং সেগুলোকে যোগান দেয়ার জন্য আরও ব্যাংক খেকে ঋণ করা হচ্ছে, ব্যাংকগুলোকে আরও বিপর্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের টাকা ব্যাংকের মাধ্যমে কতিপয় লোকের হাতে টাকা পৌঁছানোর ব্যবস্থা করেছে। মৌলিক খাতগুলোতে যেখানে বরাদ্দ বাড়ানো দরকার দীর্ঘ মেয়াদে।

এই বাম নেতা বলেন, ‘বরাদ্দে জবাবদিহীতা তৈরি করা দরকার কিন্তু সে খাতগুলোর অবস্থা তো আমরা জানি বালিশ প্রকল্প থেকে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের মত মৌলিক খাতগুলোতে যখন ব্যয় বৃদ্ধি করেও সেই ব্যয় বৃদ্ধি কতটা কাজে আসে নাকি লুটপাটের ধারা বাড়ে সেটাও মানুষের মাঝে প্রশ্ন রয়েছে। যেভাবে শাসন চলছে তাতে বাজেটের ব্যয় বৃদ্ধি হচ্ছে কিন্তু জনগণের কাছে সুবিধা পৌঁছাবে না।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button