সারাদেশস্বাস্থ্য

মেঘনায় ডা.দীনেশ দেবনাথ বিএম ডিসির রেজিষ্ট্রেশন ভূক্ত : সিভিল সার্জন কুমিল্লা।

১৫ জুন ২০১৯ , বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :    মেঘনার আলোচিত ডা. দীনেশচন্দ্র দেবনাথ বি এম ডিসির রেজিষ্ট্রেশন ভূক্ত ডাক্তার বললেন কুমিল্লার সিভিল সার্জন ডা.মো: মজিবুর রহমান। তিনি আজ মুঠোফোনে এই প্রতিবেদককে এ কথা,জানান।

তিনি বলেন দীনেশচন্দ্র দেবনাথ এর সকল কাগজ পত্র আমি যাচাই বাছাই করেছি উনার সার্টিফিকেট  এম বি বিএস এর  সমতুল্য  সে ক্ষেত্রে উনার সব সত্য তবে বাকী যে সব ডিগ্রি তিনি উল্লেখ করেন তা যেন আর উল্লেখ না করা হয় বলে দেওয়া হয়েছে।  এমন কি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কে বলেছি যেন পুণরায়  কাগজ চেক করে ধূম্রজাল পরিস্কার করার জন্য । এ দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো: শাহ আলম মোল্লা বলেন দীনেশচন্দ্র দেবনাথ কে বলা হয়েছে মূল সার্টিফিকেট সহ জমা দেওয়ার জন্য তিনি নির্দিষ্ট সময়ে জমা দেন নি এবং সিভিল সার্জন আপনাকে পুনরায় কাগজ দেখে ধূম্রজাল পরিস্কার করার জন্য বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন না এখনো কথা হয়নি। এ দিকে দীনেশচন্দ্র দেবনাথ এর নিকট বাড়তি ডিগ্রি ব্যবহার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এই গুলো সর্ট কোর্স করেছি। উল্লেখ্য সম্প্রতি   ডা. দীনেশচন্দ্র দেবনাথ এর বিরুদ্ধে মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের মৃত আ: মতিনের ছেলে  মো: সেলিম মিয়া  অভিযোগ    করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button