April 19, 2024, 8:43 am

ফেনী আধুনিক সদর হাসপাতালে দালাল রোধে র‌্যাবের অভিযান,আটক-১১।

২৮ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী আধুনিক সদর হাসপাতাল থেকে অতি সম্প্রতী ১১ দালালকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের জোয়ানরা। এদের ৭ জনকে কারাদন্ড ও ৪ জনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ফেনী জেলা সদরের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নূরেরজ্জামান চৌধুরী।সংশ্লিষ্ট সূত্রে জানাযায়,২৫০ শয্যা বিশিষ্ট ফেনী আধুনিক সদর হাসপাতালে আসা রোগিরা দীর্ঘদিন ধরে ফেনীর বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের দালাল চক্রের হাতে জিম্মিছিল।দালাল চক্রের এইসব সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা সহজ সরল রোগিদেরকে ডাক্তারের দেওয়া শারীরিক পরীক্ষা-নিরিক্ষা গুলি করাতে অনেকটা জোরপূর্বক তাদের নিজস্ব ক্লিনিকে নিয়ে যেত এবং কি তাদের নিজস্ব ফার্মেসী থেকে ঔষধ ক্রয়ের জন্য রোগীদের কাছ থেকে প্রেসক্রিপশন ছিনিয়ে নিত।এসব বিষয়ে কিছু কিছু রোগীর স্বজনরা প্রতিবাদ করতে গিয়ে হয়রানির শিকার হয়েছে দালাল চক্রের হাতে।

হাসপাতাল আঙ্গিনা দালাল মুক্তকরণে সক্ষম হয়েছিলেন এই হাসপাতালে এক সময় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া ডাঃহাসান শাহরিয়ার কবির।তিনি চট্টগ্রাম বিভাগীয় পরিচালক স্বাস্থ্য পদে পদোন্নতি পেয়ে বদলী হলে,সদর হাসপাতালের পরিবেশ আগের চেহারায় ফিরে আসে।সাম্প্রতিক সময়ে দালাল চক্রের সদস্যরা হাসপাতালের সিট দখলে নিয়ে,টাকার বিনীময়ে সেইসব দখলকৃত সিট বিক্রি করছিল রোগীদের কাছে।দালাল চক্র কর্তৃক ফেনী আধুনিক সদর হাসপাতালে আসা রোগীরা এই জাতীয় বিভিন্ন হয়রানির সম্মূখীন হচ্ছে জানতে পেরে,র‌্যাবের সহকারি পরিচালক মোঃজুনায়েদ জাহেদীর নেতৃত্বে ফেনি র‌্যাব ক্যাম্পের একটি দল ফেনী আধুনিক সদর হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ সদস্যকে হাতেনাতে আটক করেন।পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ফেনী শহরের বারাহীপুর গ্রামের আবু তাহেরের ছেলে আফসার (৪০),মজলিশপুর গ্রামের মোঃশাহজাহানের ছেলে শাখাওয়াত হোসেন (১৬),পরশুরাম নোয়াপুর গ্রামের নুর হোসেনের ছেলে ফিরোজ (৫০),ফুলগাজী উপজেলার বশিকপুর গ্রামের মৃত জাফর আহম্মদের ছেলে নয়ন (৩৫),একই উপজেলার আনন্দপুর গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে মোঃশরীফ (৫০),শ্রীচন্দ্রপুর গ্রামের উত্তম মজুমদারের ছেলে টুটুল মজুমদার (২৭) ও কুমিল্লার লাকসাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোঃমিলনের ছেলে সুজন (২০) কে ১৫দিন করে কারাদন্ড প্রদান করেন।

এ ছাড়া দাগনভুঞা উপজেলার গজারিয়া বাজার এলাকার শফিউল্লাহর ছেলে তৌফিকুল ইমলাম (২৮),চট্টগ্রামের হাটহাজারী রহিল্লাপুর এলাকার আবু তাহেরের ছেলে আনোয়ার পারভেজ (৩০),নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিন মোহাম্মদপুর গ্রামের মৃত আবদুস সোবহানের ছেলে ফারুক আহমেদ (৪০) ও ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবু সালমানকে ৪ হাজার টাকা করে অর্থ দন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমান আদালত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা