সারাদেশ

ফেনীতে ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২ ।

১৬ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী সদরে বৃদ্ধ ভিক্ষুক লাতু মিয়ার ১৯ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ মোঃঅলি ও মোঃআনোয়ার নামের দুই জনকে গ্রেফতার করে।

এদিকে শনিবার দুপুরের দিকে ডিসি মো. ওয়াহিদুজ্জামান দেশ-বিদেশ থেকে পাঠানো ৫৭ হাজার আটশ টাকা বৃদ্ধ লাতু মিয়ারহাতে তুলে দেন।

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার রাতে সদর হাসপাতাল মোড়ে লাতু মিয়ার কাছ থেকে ১৯ হাজার পাঁচশ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় মামলা করেছেন লাতু মিয়া। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।

ডিসি মো. ওয়াহিদুজ্জামান জানান, ছিনতাইয়ের খবর ফেসবুকে ভাইরাল হলে দেশ-বিদেশ থেকে পাঠানো ৫৭ হাজার আটশ টাকা লাতু মিয়ার হাতে তুলে দেয়া হয়েছে।

 

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button