অপরাধ

দোয়ারাবাজারে যাবজ্জীবন সাজাপ্রপ্ত নারী আসামি গ্রেফতার।  

১০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

এনামুল কবির মুন্না দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। গ্রেপ্তারকৃতের নাম জাহেরা খাতুন (৪২)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালকেয়ার গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

রোববার (৯ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন ওছতেংগের গাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, মেজর মো. শওকাতুল মোনায়েম এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল অংশগ্রহন করে। গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button