সারাদেশ

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে আটক ৮

১৭ জুন ২০১৯, বিন্দুবাংলা টি.. কম,

দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে পৃথক অভিযানে ৬ জুয়ারি ও দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুন) রাতে লক্ষীপুর ইউনিয়নের মাঠগাও গ্রামের আবদুল কাদিরের ছেলে জসিম উদ্দিনের দোকানের বারান্দা থেকে ৬ জুয়াড়ি ও দুই পলাতক আসামীকে আটক করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতরা হল, উপজেলার তেরাপুর গ্রামের মৃত তেরাব আলীর ছেলে ছায়াদ মিয়া ও লক্ষীপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জমির হোসেন। তারা দীর্ঘদিন থেকে পলাতক ছিল।

এছাড়া উপজেলার মাঠগাও গ্রামের মৃত হেকমত আলীর ছেলে আব্দুল হেলিম (৫৫), মৃত সুরুজ আলীর ছেলে সোনা মিয়া (৬০), সিরাজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৫৫), মকবুল হোসেনের ছেলে মনির হোসেন (২০), দৌলতপুর গ্রামের আরব আলীর ছেলে অলি আহাদ (৪৭), শান্তিপুর গ্রামের ইসমাঈলের ছেলে আফাজ উদ্দিনকে (৫৫) জুয়া খেলার অপরাধে আটক করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এবং রোববার সবাইকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button