অপরাধ

দিনাজপুর বিরামপুরে মুক্তিপন না পেয়ে শিশুকে হত্যা

২৯ জুন,২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, আল হেলাল চৌধুরী, দিনাজপুর :     দিনাজপুর বিরামপুরে মুক্তিপন না পেয়ে এক শিশুকে নৃসংশ ভাবে হত্যা করে নরপশু হত্যা কারীরা।

ঘটনাটি ঘটে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের গোপালপুর গ্রামে। পারিবারিক সুত্রে জানা যায়, শিশু আশিক রানাকে নিয়ে তার বাবা-মা প্রতিনিয়িত ঘুমায়, কিন্তু শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে দেখতে সন্তান পাশে নেই পরে বিভিন্ন জায়গায় অনেক খোজাখুজির এক পর্যায়ে ঠিকানা গোপন রেখে নিহত শিশুর মামীর ফোনে ২ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে কিছু অচেনা ব্যাক্তি।

ঐ সময় শিশু আশিক রানার কথা জিজ্ঞাসা করলে বলে, ঘুমিয়ে আছে, মুক্তি পনের টাকা দিলে তাকে ফেরৎ দেওয়া হবে না দিলে তাকে হত্যা করানো হবে। পরে সকাল ৮টার বাড়ীর পাশ্ববর্তী পাট ক্ষেতে শিশুর ক্ষত-বিক্ষত অবস্থায় লাশ দেখতে পায় এলাকাবাসী। এ ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button