সারাদেশ

টাংগাইল পার্ক বাজার রাস্তার বেহাল দশা

৩ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,  শেখ মাজহারুল ইসলাম সোহান,টাংগাইল প্রতিনিধিঃ

টাংগাইল নিরালামোড় রোডস্থ এবং কলেজ পাড়া রোড সংলগ্ন ঐতিহ্যবাহী পার্ক বাজার রোড এর বেহাল দশার কারণে হাজারো মানুষ এর চরম দূর্ভোগ।টাংগাইল শহরের হাজারো মানুষ প্রতিদিন ব্যবসা বানিজ্যর তাগিদে দূর দূরান্ত থেকে এই বাজারে আসেন।এছাড়া টাংগাইল শহরের অধিকাংশ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় বাজারের জন্য এই পার্ক বাজারে আসে।কিন্তু সামান্য বৃষ্টি হলে বাজারের এই বেহাল দশা হয়ে থাকে।মানুষের হাটাহাটির রাস্তাগুলোর খুবই খারাপ অবস্থা।তাই অতিশীঘ্রই মানুষ এ বেহাল দশা থেকে মুক্তির দাবি জানান।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button