সারাদেশ

জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার: গ্রেফতার ২

৩০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ মাহফুজুল হক (তুষার), জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। শনিবার  (২৯ জুন) দিবাগত রাতে ধর্ষণের অভিযোগে দুই  বখাটেকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ধর্ষণের ঘটনাটি ঘটে বুধবার (২৬ জুন) রাত ৮ টার দিকে।

জানা যায়, জামালপুর জেলার বকশীগগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের দক্ষিণ খাসের গ্রামের এক কৃষকের মেয়েকে একই গ্রামের সুরুজ্জামালের ছেলে শাকিল মিয়া ও মোকছেদ আলীর ছেলে আপন মিয়া ২৬ জুন রাতে বাড়ির পেছন থেকে মুখ চেপে ধরে তুলে নিয়ে পাশের একটি ধান ক্ষেতে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানায়। মেয়েটি খাসের গ্রাম চিল্ড্রেন পার্ক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী৷

নির্যাতিতা শিশুটির পরিবার মানসম্মানের ভয়ে মামলা করেননি। পরে ঘটনাটি জানাজানি হলে শিশু ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে ২৯ জুন দিবাগত রাত ১টায় বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বকশীগঞ্জ থানার মামলা নম্বর ৩৪। মামলা দায়েরের পর রাতেই বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম  বলেন, ‘স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুথজনকে জামালপুর আদালতে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button