স্বদেশ

গোয়াইনঘাটে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

২ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম ,

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাটে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সুদীপ বড়ুয়া (৪৪) গোয়ানঘাট থানায় উপ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। রোববার বিকেলে থানা কম্পাউন্ডের বাসা থেকে সুদীপের লাশ উদ্ধার করে পুলিশ।

সদীপ বড়ুয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন এলাকার সুনাইচড়ি গ্রামের মৃত রবীন্দ্র লাল বড়ুয়ার ছেলে। সুদীপ বড়ুয়ার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে।

গোয়ানঘাট থানার ডিউটি অফিসার সালাউদ্দিন জানান, রোববার দুপুর ২টা পর্যন্ত থানায় ছিলেন সুদীপ বড়ুয়া। এরপর থানা এলাকায় নিজের বাসায় যান তিনি। এর কিছুক্ষণ পর জানালা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

গোয়ানঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঝুলন্ত লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য তাঁর লাশ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত করে বের করা হবে বলে জানান তিনি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button