সারাদেশ

গজারিয়ায় শাজাহান এবং আজিম গ্রুপের সংর্ঘষে আহত ৬,গ্রেফতার ১

৯ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :

: গজারিয়ায় আওয়ামীলীগের দুই গ্রুপেরে সংঘর্ষে আহত হয়েছে ৬ জন , সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১ সাহাদত নামে এক জনকে আটক করেছে।
শুক্রবার সন্ধ্যায় গজারিয়া উপজেলাধীন বৈদ্যার গা গ্রামে মুন্সীগঞ্জ জেলা –যুবলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাজাহান খান গং এবং একই গ্রামের আওয়ামীলীগ নেতা আজিম উদ্দিন গং দুই গ্রুপের মাঝে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ বাধে। চেয়ারম্যান মোঃ শাজাহান খান জানান নব্য আওয়ামীলীগ আজিম উদ্দিনের নেতৃত্বে আটক শাহাদাতসহ ২০ থেকে ২৫ জন যুবক পূর্ব শত্রুতার জের ধরে এলাকায় প্রভাব খাটাতে গতকাল হামলা চালায়। তিনি আরও জানান বৈদ্যারগাও হাই স্কুল মাঠে ফুটবল খেলা শেষে বাড়ি ফিরার পথে উৎ পেতে থাকা আজিম গ্রুপ হামলা চালিয়ে একটি সিএনজি ভাংচুরসহ আমার ভাকিজা নুরুজ্জামান খান এবং মামুন, তানজিল,খোকন ও কাদের মিলে ৫ জনকে গুরতর জখম করেছে। আজিম গ্রুপের এক জন আবু তালেব (৬০) আহত হয়েছে। আহতদের মধ্যে নুরুজ্জামান খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আই সি ইউতে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে আজিম উদ্দিন কে না পেয়ে বার বার মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।
গজারিয়া থানা ইনচার্জ হারুন অর রশিদ জানান থানায় মামলা হয়েছে। শাহাদাত নামে ১ জনকে আটক করেছে থানা পুলিশ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button