কুমিল্লা

কুমিল্লায় গ্রামকর্মী ও  সমবায়ীদের অংশগ্রহণে মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

২৫ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :

কুমিল্লায় দিদার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে সিভিডিপি-৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের বার্ড অংশের গ্রামকর্মী ও  সমবায়ীদের অংশগ্রহণে মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ জুন )উক্ত যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ কামরুল হাসান, যুগ্ম পরিচালক (বার্ড) ও উপ-প্রকল্প পরিচালক সিভিডিপি-৩য় পর্যায় বার্ড অংশ। যৌথ সভায় সভাপতিত্ব করেন দিদার সমিতির সভাপতি জনাব মোঃ আবু তাহের। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তাসহ বার্ডের সহকারী পরিচালক, কাজী ফয়েজ আহমেদ এবং মোঃ জামিল উদ্দিন। উল্লেখ্য যে, ৭৫ টি সার্বিক সমবায় সমিতির প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button