April 19, 2024, 9:44 pm

সোমবার থেকে সৌদি আরবে রমজান শুরু

মে ৫, ২০১৯,

বিন্দুবাংলা টিভি .কম,

ডেস্ক রিপোর্ট :

শনিবার সৌদি আরবের কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে বিশ্বজুড়ে কয়েক কোটি মুসলমানের জন্য সোমবার থেকে মাসটি শুরু হতে যাচ্ছে।

মুসলিম বিশ্ব চন্দ্র পঞ্জিকা অনুসরণ করে এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করে। এতে কোনো কোনো দেশ এক কিংবা দুদিন পরও রোজা রাখা শুরু করে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত সৌদির চাঁদ দেখার ওপর তাদের রমজান ও ঈদ পালন করে। তাই এবার সেখানেও সোমবার থেকেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

আরব নিউজের খবরে বলা হয়, সৌদি চাঁদ দেখা কমিটি জানিয়েছে, তারা কোথাও চাঁদ দেখতে পায়নি।

চলতি বছরে উত্তর গোলার্ধের মুসলমানদের গ্রীষ্মের দীর্ঘদিনগুলোতে রোজা রাখতে হবে।

সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ বলেন, রমজানে দেশটিতে তারাবিহ পড়াতে চার হাজারের বেশি আলেম এবং এক হাজার ১০০ ইমাম নিয়োগ দেয়া হয়েছে।

এ ছাড়া দুই হাজার ৪০০ মসজিদ সংস্কার করা হয়েছে এবং ২২১টি মসজিদে রমজানের আগেই খুলে দেয়া হবে।

তিনি বলেন, ওমরাহ পালনকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে অর্ধশত নারী ও শতাধিক পুরুষ ইসলাম প্রচারকারীকে নিয়োগ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা