সারাদেশ

শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন আজ দৃশ্যমান : সুবিদ আলী ভূইয়া

২৮ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ইমাম হোসেন :

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি বলেন, বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন আজ দৃশ্যমান। তার প্রমাণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি সেতু নির্দিষ্ট সময়ের আগে উদ্বোধন করা হয়েছে যার সুফল এসড়কে চলাচলকারীরা ভোগ করছে।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে মেঘনা উপজেলা প্রশাসনের উদ্যোগে পঞ্চম উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে এবং ইউএনও আফরোজা পারভীন এর সঞ্চালনায় প্রথম সভায় নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লা মিয়া রতন শিকদার দৃঢ়চিত্তে মেঘনা উপজেলাকে মাদক মুক্ত করে একটি মডেল উপজেলা হিসেবে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button