April 23, 2024, 9:15 am

মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এম.ওয়াজিউল্ল্যাহ ভূঁইয়া ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফুলগাজীতে স্বরণসভা ও ইফতার মাহফিল

১৮ মে ২০১৯,বিন্দুবাংলা  টিভি. কম     ।
সৈয়দ কামাল,ফেনী থেকেঃবিশিষ্ঠ সমাজ সেবক ও রাজনীতিবিদ ফেনীর ফুলগাজী উপজেলার কৃতি সন্তান,বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এম.ওয়াজিউল্ল্যাহ ভূঁইয়া’র ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে,ফুলগাজী উপজেলাধীন জিএম হাট ইউনিয়নের নূরপুর খায়রিয়া ইসলামিয়া এবতেদায়ী মাদ্রাসা মাঠে ১৭ মে বিকাল ৪ টায় স্বরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।স্বরণসভা উদযাপন কমিটির আহবায়ক এডভোকেট সাইফ উদ্দিন শাহিনের সভাপতিত্বে,এম.ওয়াজিউল্ল্যাহ ভূঁইয়া কল্যাণ ট্রাষ্ট আয়োজিত স্বরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহামেদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান,ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার,পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,ছাগলনাইয়া পৌর মেয়র এম.মোস্তফা,পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল,ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজ্বী জামাল উদ্দিন ও জিএম হাট ইউপি চেয়ারম্যান মজিবুল হক প্রমূখ।
অনুষ্ঠানে আগত প্রধান ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্য প্রদানকালে,বিশিষ্ঠ সমাজ সেবক ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এম.ওয়াজিউল্ল্যাহ ভূঁইয়া’র বর্ণাঢ্য জীবনির বিভিন্ন অর্জন এবং সাফল্যের কথা তুলেধরে স্মৃতি চারণ করেন।
উল্লেখ্য মরহুম বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এম.ওয়াজিউল্ল্যাহ ভূঁইয়া ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে,বিএনপি দলীয় চেয়ার পার্সন খালেদা জিয়ার সাথে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা