জাতীয়

ফেনী-৩ আসনের সাবেক এমপি এবিএম তালেব আলীর ইন্তেকাল

৭ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম,ফেনী প্রতিনিধি :

ফেনী-৩ (সোনাগাজী) আসন থেকে তিনবারের নির্বাচিত এমপি (১৯৭০,১৯৭৩ ও ১৯৭৯),ফেনী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক এবিএম তালেব আলী আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ফেনীস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
আজ বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দান মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে এবং বাদ আছর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট সংলগ্ন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরগোপাল গাঁও গ্রামের মরহুম মাওলানা সাদাত আলীর ছেলে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button