স্বদেশ

ফেনীর ছাগলনাইয়া থানার ওসি মুর্শেদ এর নেতৃত্বে ইয়াবা সহ ৮ মামলার আসামী গ্রেপ্তার।

১৮ মে ২০১৯

বিন্দুবাংলা টিভি. কম ,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ এম এম মুর্শেদ পিপিএম ১৭ মে ভোররাতে থানাধীন শুভপুর ইউনিয়নের চম্পকনগর এলাকায়,থানার এসআই মোঃআলমগীর হোসেন,এএসআই দেলোয়ার হোসেন ও এএসআই সুজন তালুকদারকে নিয়ে একটি অভিযান অভিযান পরিচালনা করেন,অভিযান কালীন সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আমিনুল হকের পুত্র,ডাকাতি ও মাদক সহ বিচারাধীন থাকা ৮ মামলার আসামী আবুল কাশেম ওরফে সিরাজুল হক (৪৬) ও একই উপজেলার পূর্ব চরচান্দিয়া গ্রামের,মৃতঃকামাল উদ্দিনের পুত্র,রাসেল (২৩) কে একশত পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।

ছাগলনাইয়া থানার এসআই মোঃআলমগীর হোসেন বাদী হয়ে,প্রেপ্তারকৃত আসামীদে বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মাদক আইনে নিয়মিত একটি মামলা দায়ের করেন।ইয়াবাসহ দুই আসামী গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের বিষয় সত্যতা নিশ্চিত করেছেন,ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button